ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে নিহতদের স্বরনে দোয়া মাহফিল
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত ছাত্রছাত্রীদের স্বরনে মিলাদ ও দোয় মাহফিলের আয়োজন হয়েছে।
শুক্রবার (৯ আগষ্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কলেজ পাড়ায় ৯নং পৌর বিএনপির নেতাকর্মীরা এই আয়োজন করে।
মিলাদ শুরুর আগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পৌর বিএনপির বিভিন্ন স্থরের নেতা কর্মীরা। এসময় তারা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে হামলা, লুট ও সহিংসতা রোধে কাজ করতে ঐক্যবদ্ধ হতে একমত হয়।
এই বিষয়ে ঠাকুরগাঁও সেচ্ছাসেবক দলের নেতা মাহাবুব হাসান সুজন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত ছাত্রছাত্রীদের স্বরনে আমরা এই মিলাদ ও দোয়ার আয়োজন করেছি। তাদের পরিশ্রম ও ত্যাগ অনস্বীকার্য। সেইসাথে এই অস্থির পরিস্থিতির সুযোগে কেউ যাতে কোনো হামলা ও লুট চালাতে না পারে। আমরা বিএনপির নেতাকর্মীরা একত্র হয়ে সকল সহিংসতা রোধে কাজ করে যাবো।
ঠাকুরগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইসলাম জুয়েল বলেন, কয়েকশত তরুন প্রান ও কয়েক হাজার আহত শিক্ষার্থীর বিনিময়ে আজ বাংলাদেশের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। তাদের স্বরনে আমরা একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা সকলে মিলে একটি বৈষম্যবিরোধী সমাজ গড়ে তুলতে চাই।
এছাড়াও আলোচনা সভায় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবর, ৯নং ওয়ার্ড জামাতে ইসলামের সভাপতি জাহেদুল ইসলাম, অ্যাডভোকেট টিটু, ছাত্রনেতা শাকিল সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন