ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষ করে বাড়ী ফেরা হলো না স্কুল ছাত্র ফারুকের
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পরীক্ষা শেষ করে বাড়ী ফেরার পথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। নিহত স্কুল ছাত্র ফারুক সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুরের শুক্কুর আলী ছেলে। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২ টার দিকে ভূল্লী থেকে গড়েয়া রোডে তুরুকপথা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলের চালক স্কুল ছাত্র ফারুক ঘটনা স্থলে মারা যান। এ সময় আরেকটি মোটরসাইলের তিন জন আরোহী আহত হয়। পরে তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্কুল ছাত্রের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), দুলাল উদ্দিন জানান, ভূল্লী গড়েয়া রোডে তুরুকপথা নামক স্থানে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে এক স্কুল ছাত্র নিহত হয় এবং আরেকটি মোটরসাইকেলের আরোহী তিন জন আহত হন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন