ঠাকুরগাঁওয়ে মন্দিরের জমি নিয়ে বিরোধ; সেই মন্দিরের পূজা পরিদর্শনে জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের পূজার এলাকা পরির্দশনে গেছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
শুক্রবার রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও শিকদারহাট মন্ডপে সিকদারহাট উচ্চবিদ্যালয়ে মাঠে পূজার সার্বিক বিষয়ে পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক ইসরাত ফারজানা,উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ্, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ফজলে করিম লিটন, সাংবাদিক মামুনুর রশিদ মামুনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরেই মন্দিরের সম্পত্তি নিয়ে বিরোধ চলেছে। আমরা এবারে তাদের আশস্ত করেছি পূজা শেষে দুই পক্ষের কাগজপত্র যাচাই করে একটি উদ্যোগ নিবো।
উল্লেখ্য: দীর্ঘদিন ধরে মন্দিরের জমির দখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ২০০৯ সালের রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী একটি পক্ষ ও অপর একটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় একজন নিহত হন। সেই থেকে ওই মন্দিরে দুর্গাপূজার সময় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছে। এবারের দুর্গাপূজা ঘিরে সংঘর্ষের আশঙ্কায় রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এবারে ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্নভাবে ৪’শ ৭৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন