ঠাকুরগাঁওয়ে স্নাতক মর্যাদার দাবিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সভাপতি রেদওয়ান রাফাত, সাধারণ সম্পাদক রোজি আক্তার, সাংগঠনিক সম্পাদক মনিকা আক্তার, দপ্তর সম্পাদক জয়ন্ত রায় সহ অন্যান্যরা।
এতে জেলার কয়েকটি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
ঘন্টা ব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন