ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্তের লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/j-News-27-photo-.doc-3-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্তব্য দেন, আতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সলেমান আলী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান হিটলার হক, সহিদ হোসেন, সনাতন চন্দ্র রায় ও সাইদুর রহমান, সমবার কর্মকর্তা আহমেদ হোসেন, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, এ এইচ লিটন প্রমূখ।
সভায় ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপজেলায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য ১ হাজার ৮৫৬টি ঘড় নির্মান ও বরাদ্দ দেয়ার মধ্য দিয়ে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন