ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল কিনে না দেয়ায় ছাত্রের আত্নহত্যা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/Suicide-আত্মহত্যা.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল ফোন সেট কিনে না দেয়ায় তুহিন (১৪) নামে এক স্কুল ছাত্র বিষ পানে আত্নহত্যা করেছে।
শনিবার (৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তুহিন উপজেলার ভোমরাদহ্ ইউনিয়নের গাজীপাড়া গ্রামের মৃত্য আমজাদ হোসেনের ছেলে। সে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানান, মা ও ভাবির কাছে স্মার্ট মোবাইল ফোন সেট কিনতে চায় স্কুল ছাত্র তুহিন। মোবাইল কিনে না দেয়ায় শুক্রবার বিকালে বাড়ির আসবাব পত্র ভাঙ্গচুর করে তুহিন। সন্ধায় পরিবারের উপর অভিমান করে বিষপান করে সে। অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় তার।
পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম ঘনটার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন