ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বুধবার ১৩ জুলাই সন্ধ্যায় কলেজ হলরুমে ঐতিহ্যবাহী রাণীশংকৈল ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি পৌরমেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ.লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, অধ্যক্ষ মহাদেব বসাক ও নবাব আলী,প্রধান শিক্ষক সোহেল রানা, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রভাষক সবুর আলী, জুয়েল রানা, জুলফিকার আলী ভুট্টো, সাদেকুল ইসলাম, আলমগীর হোসেন, প্রভাষক ও সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী ও সহকারী শিক্ষক মোসারফ হোসেন।
আরো বক্তব্য দেন আ.লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাবেক ভিপি কামাল ও জি এস মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আরথান আলী, তারেক আজিজ, নজরুল ইসলাম,তামিম হোসেন, মজিবর রহমান,বিপ্লব,শরীফ,মেনন, হিমেল ও মমতাজ আলী,আ:খালেক, মুনতাসির রহমান মিঠু,রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর আহব্বায়ক কুশমত আলী ও সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক মাহবুব আলম (প্রমুখ)৷
এছাড়াও ওই কলেজের বিভিন্ন শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ সভায় সকলের সম্মতিক্রমে কলেজের ৫০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলীকে আহবায়ক এবং অধ্যক্ষ মহাদেব বসাক ও সহকারী অধ্যাপক প্রশান্ত বসাককে যুগ্ন আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন