ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দূঘটনায় নিহত-২, আহত ২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/IMG_20220617_185224.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর নামক স্থানে শুক্রবার দুপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই ২জনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, পীরগঞ্জ থেকে আসা মোটরসাইকেল আরোহী ও রাণীশংকৈল থেকে যাওয়ার পথে ১৭ জুন দুপুরে গোগর চৌরাস্তায় মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত ও ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের পশ্চিম বেগুন বাড়ি এলাকার অতুল রায়ের পুত্র তিলক রায়(২০) পীরগঞ্জ উপজেলার বাশগাড়া এলাকার জগেনের পুত্র জয়কুমার (১৮ )। আহতরা হলেন নেত্রকোনা জেলার মদন উপজেলার নুরুল ইসলামের পুত্র মামুন(২২) ঠাকুরগাঁও জেলার খচাবাড়ির অনিকের পুত্র আশাপূণ(১৮) আহতরা পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস,এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পীরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। মোটরসাইকেল২টি উদ্ধার করে মামলার প্রক্রিয়া চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন