ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নকল কিটনাশক রাখার অভিযোগে জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মেসার্স জান্নাতুন ট্রেডার্স দীর্ঘদিন ধরে নকল কিটনাশক বিক্রি করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রোঃ জমিরউদ্দীনকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
রবিবার (৪ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা সরেজমিনে তদন্তে গেলে ঘটনার সত্যতা পায়। এদিকে সিনজেনটা কোম্পানীর অভিযোগের প্রেক্ষিতে উক্ত অভিযান পরিচালিত হয়েছে বলে জানাযায়।
এসময় মেসার্স জান্নাতুন ট্রেডার্সে সিনজেনটা কোম্পানীর ভিরতাকো নকল কিটনাশক (বিষ) ও বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ বিষ পাওয়ার অপরাধে জান্নাতুন ট্রেডার্সের প্রোঃ জমিরউদ্দীনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, সিনজেনটা কোম্পানীর ভিরতাকো নকল কিটনাশক (বিষ) ও বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ বিষ পাওয়ার অপরাধে জান্নাতুন ট্রেডার্সের প্রোঃ জমিরউদ্দীনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ সালের ৫১ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন