ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনাসভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহার সঞ্চালনায়- উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে দিবসটি উপর শহীদদের স্মরণে আলোচনায় বক্তব্য রাখেন, সাবেক সংরক্ষিত আসনের এমপি ও জেলা আ.লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, পল্লীবিদ্যুতের ডিজিএম নেজামুল হক, বীর মুক্তি যোদ্ধা হাবিবুর রহমান,উপজেলা মহিলা আ.লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব (পুরাতনের) সভিপতি মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার বেলালউদ্দিন, যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, তথ্য কর্মকর্তা হালিমা আকতার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরাদুজ্জামান, প্রেসক্লাব (পুরাতন) সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের সঠিক এবং সর্বমোট সংখ্যা প্রনয়ণে সরকার কাজ করে যাচ্ছে, এবং ’৭১-এ পরাজিত শক্তির উত্তরসূরিরা এখন ‘নব্য রাজাকারের’ ভূমিকায় অবতীর্ণ হয়ে বাঙালি সংস্কৃতির ওপর আঘাত হানছে, তাই তাদের রুখে দিতে তারা সকলকে সজাগ থাকার আহবান জানান। সেইসাথে নতুন প্রজন্মকে এ দিবসটির সঠিক ইতিহাস সম্পর্কে জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















