ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/20220928_143937_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁয়ের বৃহত্তম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল ডিগ্রী কলেজে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) উক্ত অনুষ্ঠানে সহকারী অধ্যাপক ও শিক্ষক স্টাফ কাউন্সিলের সভাপতি দলিলুর রহমান দুলাল এর সভাপতিত্বে সকালে কলেজ মিলনায়তনে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ব্যাংকিং ও ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম, সহকারী অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রভাষক কামাল হোসেন, চারু ও কারুকলা বিভাগের প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী ও ইতিহাস বিভাগের প্রভাষক আলমগীর হোসেন এবং প্রদর্শক সোহেল রানা প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন