ঠাকুরগাঁওয়ে কৃষক পরিবারকে অচেতন টাকা ও স্বর্ণ লুট

ঠাকুরগাঁওয়ের এক কৃষক পরিবারকে অচেতন করে ৩ লক্ষ টাকা ও প্রায় ৩ভরি স্বর্ণ অলংকার লুটের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩মে) ভোর রাতে সদর উপজেলার আকচা ইউনিয়নের হারাগাছ পাড়া গ্রামের মৃত. মোখলেছুর রহমানের ছেলে এমদাদুল হক (৪৮) এর বাড়িতে ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে এমদাদুলের বাড়ির ৪ সদস্যকে অচেতন করে আলু বিক্রির টাকা ও ঘরে থাকা প্রায় ৩ ভরী স্বর্ণ কে বা কারা চুরি করে নিয়ে যায়। সকালে জ্ঞান ফেরার পর নিজেদের ক্ষতি বুঝতে পারে ঐ কৃষক পরিবার। অপরদিকে প্রতিবেশী মনতাজুরের বাড়ির ৫ সদস্যকে অচেতন করলেও তাদের বাসায় চুরি হয়নি বলে জানা যায়।

কৃষক এমদাদুল হক বলেন, আলু বিক্রির দিনেই আমাদেরকে অচেতন করে চুরি করা হয়েছে। দরজা কেটে কে বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে এক্ষুনি বলা অসম্ভব। বোঝা যাচ্ছে, আগে থেকেই আমরা চোরের নজরে ছিলাম। হয়তো সময় পায়নি বলে বড় ভাইয়ের মনতাজুরের বাসায় চুরি করেনি।

আকচা ইউনিয়নের দায়িত্বরত চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে যে, চোরেরা হয়তো চেতনা নাশক স্প্রে করে চুরিটি করেছে। পুলিশে খবর দিয়েছি। চোর ধরতে আমরা সব রকমের পদক্ষেপ নিবো। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।