ঠাকুরগাঁর পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষনা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সিএলএমএস প্রকল্পের সহযোগীয়ার বুধবার দুপুরে জাবরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষনা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

এ সময় বক্তব্য দেন, জাবরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নবাব সলিমুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সফিউল্লাহ, জাবরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খতেজা বেগম, ইএসডিও’র সিএলএমএস প্রকল্পের উপজেলা ম্যানেজার অগ্নিশিখা প্রমুখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইএসডিও’র কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে শিশু শ্রম মুক্ত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।