ঠাকুরগাঁর পীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে বই মেলার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইক্বরা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দিন ব্যাপী বই মেলা হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার জাবরহাট ইউনিয়ন এর জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বই মেলার উদ্ভোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া।
আলোচনা সভায় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঞ্জুর মোরশেদের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভিয়েতনামের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লুৎফর রহমান, জাবরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহের আলী, জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন, জাবরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নবাব সলিমুল্লাহ, এম, আই, ই, বি প্লান্ট ম্যানেজার, ওরিয়ন পাওয়ার মেঘনা ঘাট লিঃ আজহারুল ইসলাম ,ইক্বরা ফাউন্ডেশনের চেয়ারম্যান নওশাদ প্রমুখ।
উক্ত বই মেলায় বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। যুব সমাজ কে বক্তারা মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত থাকতে বই পড়ার অভ্যাস গড়তে এবং ইসলামের দীনের পথে চলার আহ্ববান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাবরহাট ইউনিয়ন জামে মসজিদের ইমাম গোলাম আযম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন