ঠাকুরগাঁর পীরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে পড়ে রাফিয়াত (৪) ও সাফা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাফিয়াত ও সুমনের মেয়ে সাফা আক্তার। সম্পর্কে নিহতরা হলেন চাচাতো ভাই বোন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায় দুই ভাই বোন বাড়ির উঠানে সকালে খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের চোখের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে সকাল সাড়ে দশটায় স্থানীয়রা ওই দুই শিশুর লাশ বাড়ির পাশে ৫০ গজ দূরের একটি পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তাদের স্বজনদের খবর দেন। পরে পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা।
ভোমরাদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুল মজিদ পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন