ডাকসু নির্বাচন : তফসিলের পর যা বলছে ছাত্র সংগঠনগুলো
আগামী ১১ মার্চ ভোটের দিন রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চ্যানেল আই অনলাইনের কাছে ছাত্র সংগঠনগুলো তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তারা এমন ছাত্রপ্রতিনিধি চায় যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে এবং তাদের সমস্যা-সংকট পূরণ হবে। সাধারণ শিক্ষার্থীদের প্রাণের প্রত্যাশার আলোকে আমরা তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। আমরা স্বপ্নের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সব সময় প্রস্তুত।
তবে ছাত্রলীগের প্যানেল গঠনের বিষয়ে সাদ্দাম বলেন, নির্বাচনের আইনগত বাধ্যবাধকতা মেনে আমরা দলীয় সিদ্ধান্ত মেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, আমাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করায় আমরা আশাহত হয়েছি। যদি এভাবেই নির্বাচন হয়, তাহলে সেটি সুষ্ঠু নির্বাচন হবে না।
‘‘এখনো এক মাস সময় আছে, আশা করি প্রশাসন বিষয়টি ভেবে দেখবে। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন