ডেঙ্গু জ্বরে হাসপাতালে পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। দুদিন তিনি আইসিইউতেও ছিলেন।

বুধবার দিবাগত রাতে পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামালের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানা যায়।

তিনি বলেন, পূর্ণিমার গত কয়েক দিন ধরেই জ্বর ছিল। চিকিৎসকের কাছে গেলে পূর্ণিমা ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত এবং তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন তারা। ডেঙ্গুর কারণে তাকে দুদিন আইসিইউতেও রাখা হয়েছিল।

পূর্ণিমার আরোগ্য লাভে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বামী ফাহাদ জামাল।

১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটিতে পূর্ণিমা অভিনয় করেন রিয়াজের বিপরীতে। প্রথম ছবিতে সফলতার দেখা না পেলেও আস্তে আস্তে চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা হয়ে উঠেন পূর্ণিমা।

‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘ছোট্ট একটু ভালোবাসা’, ‘আকাশছোঁয়া ভালোবাসা’, ‘সুলতান’, ‘শাস্তি’, ‘শুভা’, ‘মেঘের পরে মেঘ’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘পিতামাতার আমানত’ ‘মাটির ঠিকানা’, ‘সাথী তুমি কার’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘মায়ের জন্য পাগল’, ‘মাটির ঠিকানা’সহ অসংখ্য ভালো মানের ছবিতে অভিনয় করে প্রশংসিত হন পূর্ণিমা। আর হয়ে উঠেন ঢাকাই ছবির নির্মাতাদের ভরসাও।