ডেমরায় অচেতন করে বাসায় লুট, হাসপাতালে দু’জনের মৃত্যু
রাজধানীর ডেমরায় বাড়ি ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে কয়েক দুর্বৃত্ত নারী। পরে চিকিৎসাধীন অবস্থায় গৃহকর্তা আবদুস সাত্তার (৭০) এবং তার স্ত্রী সাহারা বেগমের (৬০) মৃত্যু হয়েছে।
রোববার বিকালে ডেমরার সারুলিয়া বক্সনগর এলাকায় এ ঘটনা ঘটে। দু’জনের মাথাতেই মেহেদি লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, ওই মেহেদিতে অচেতন করার কোনো কেমিক্যাল মেশানো ছিল।
নিহত সাহারা বেগমের ছেলে আমিনুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে পাশের বাড়ির একজন মহিলার সঙ্গে ৪-৫ জন নারী বাসা ভাড়ার বিষয়ে কথা বলতে আসে। এ সময় বাসায় শুধু বাবা-মা (গৃহকর্তা-গৃহকর্ত্রী) ছিলেন। আধা ঘণ্টা পর পাশের ফ্ল্যাটের বাসিন্দারা তাদের দু’জনকে ফ্লোরে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসকরা জানান, তারা মারা গেছেন।
আবদুস সাত্তারের প্রতিবেশী মরিয়ম আক্তার বলেন, পৌনে ছয়টার দিকে দেখি গৃহকর্তা ও গৃহকর্ত্রী অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে আছেন। বাসার সবকিছু এলোমেলো। সাড়ে ৫টার দিকে ৪-৫ জন নারী ওই বাসায় প্রবেশ করেছিল। গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে অচেতন করে তারা স্বর্ণালঙ্কার এবং অর্থ লুট করে পালিয়ে গেছে।
ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান রাত ৮টার দিকে বলেন, এ ধরনের একটি সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করব।
স্থানীয় সূত্র জানায়, গৃহকর্তা আবদুস সাত্তার ও তার স্ত্রী সাহারা বেগমের গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়ার নবীনগরে। দীর্ঘদিন ধরে তারা ডেমরার বক্সনগর এলাকায় বাড়ি করে বসবাস করছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন