ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230109_234747-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢাকার ধামরাইয়ে ঢাকা-মহাসড়কের পাশে ভূট্টাক্ষেত থেকে ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে মহাসড়কের কেলিয়া ব্রিজ সংলগ্ন রাস্তার উত্তর পাশে ভূট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম-পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে৷
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ফেলে যাওয়া হয়েছে। নিহত নারীর গলায় উড়না পেচানো ছিলো।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন