ঢাকা আসছেন কোইকার প্রেসিডেন্ট
চারদিনের সফরে বাংলাদেশে আসছেন কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা’র প্রেসিডেন্ট লি মাই কুয়াং। আগামী ২০ জানুয়ারি ঢাকায় পৌঁছবেন তিনি। সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন লি মাই কুয়াং। কূটনৈতিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এই সফরে কোইকা প্রেসিডেন্ট ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও বাংলাদেশে কোরিয়ার সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখবেন তিনি । এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
১৯৯৩ সালে কোয়িকা প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশে এবারই প্রথম কোইকা প্রেসিডেন্ট সফরে আসছেন। বাংলাদেশে বিপুল অর্থের বিনিয়োগ রয়েছে কোইকার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন