ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু থেকে যানজট দাউদকান্দির আমিরাবাদ পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
এতে দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবহনের যাত্রীরা। আজ শুক্রবার সকাল থেকে যানজট শুরু হয়েছে।
ঢাকা থেকে কুমিল্লাগামী বাসযাত্রী ডা. গোলাম শাহজাহান অনেকে বলেন, ৪ ঘণ্টার মতো মেঘনা সেতুর পশ্চিম পাড়ে আটকা পড়েছিলাম।
অপরদিকে, নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যানজট রয়েছে বলে পরিবহন চালকরা জানিয়েছেন। গত মঙ্গলবার থেকে এই মহাসড়কে থেমে থেমে যানজট শুরু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেনের গাড়িগুলো দুই লেনের মেঘনা, মেঘনা-গোমতী দুইটি সেতুতে ধীর গতিতে প্রবেশ করতে সময় লেগে যায়।
এছাড়া ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের গাড়ির অতিরিক্ত চাপ ও গরুর গাড়ির চাপ রয়েছে। তবেযানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন