ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট
ঈদকে সামনে রেখে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার দ্বিতীয় দিনে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় দেখা দিয়েছে। রয়েছে যানবাহনের বাড়তি চাপ। যানবাহনের লম্বা সারি আর কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে থেমে থেমে যানজট।
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দু’টি স্থানে গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ বিকল গাড়ি দুটি সরিয়ে ফেললেও যানবাহনে চাপ বাড়তে থাকে। এতে ওই মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের লম্বা সারি।
বৃহস্পতিবার সকালে চন্দ্রা ও কালিয়াকৈর অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ দেখা গেছে। এতে এই অংশ দিয়ে যানবাহন চলছে ধীর গতিতে।
বৃহস্পতিবার বিকেল নাগাদ গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা ছুটি হবে। সেক্ষেত্রে মহাসড়কের জনজট এবং যানজট সৃষ্টি হতে পারে।
পুলিশ ও হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করছে।
সালনা/কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি কাজী মুহাম্মদ হোসেন সরকার জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেশি রয়েছে বলেও তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন