নভেম্বরের শেষ ঢাকা সফর আসছেন পোপ ফ্রান্সিস
রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী নভেম্বরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। ক্যাথলিক খ্রিস্টানদের মুখপত্র ক্রাক্স-এর ওয়েব ভার্সন ক্রাক্সনাউডটকম পোপের বাংলাদেশ ও মিয়ানমার সফরসূচির ব্যাপারে নিশ্চিত করেছে। ক্রাক্স তাদের শুক্রবারের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ ও মিয়ানমারে ক্যাথলিক খ্রিস্টানদের সংখ্যা খুবই কম হলেও তাদের প্রতি পোপ ফ্রান্সিসের গভীর মনোযোগ রয়েছে। সে কারণে ভারত সফর বাতিল সত্ত্বেও পোপ দেশ দুটিতে সফরের সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৬ সালের অক্টোবরে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছিল, পোপ ফ্রান্সিসের ২০১৭ সালের সফরসূচিতে বাংলাদেশ ও ভারত সফরের পরিকল্পনা রাখা হয়েছে। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল চলতি মাসে পোপের সম্ভাব্য ভারত ও বাংলাদেশ সফর বাতিলের খবর দেয়। তবে ক্রাক্সনাউডটকম গতকাল শুক্রবার জানিয়েছে, ভারত সফরে না গেলেও পোপ বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশের পাশাপাশি তিনি মিয়ানমারও সফর করবেন।
চার্চের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে ডেইলি মেইলের খবরে বলা হয়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়সূচি নিয়ে মতৈক্যে না পৌঁছাতে পারায় সফরটি বাতিল করা হয়েছে। তবে সম্প্রতি আর্জেন্টিনার বার্তা সংস্থা তেলাম পোপের সফরসূচিতে পরিবর্তন হওয়ার খবর প্রকাশ করে। রোমান ক্যাথলিকদের শীর্ষ মুখপত্র ক্রাক্স এ ব্যাপারে খোঁজ নিয়ে পোপের বাংলাদেশ ও মিয়ানমার সফর সম্পর্কে নিশ্চিত হয়েছে।
ক্রাক্স বলছে, তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বুর্কে এ ব্যাপারে প্রস্তুতি নেওয়ার আভাস দিয়েছেন। বলেছেন, রীতি অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত পোপের সফরসূচি নিশ্চিত করে না ভ্যাটিকান। তাই দিনক্ষণ কিংবা দেশের নাম উল্লেখ না করে তিনি চলতি বছরের শেষের দিকে পোপের এশিয়া সফরের আভাস দিয়েছেন।
গত মাসে মুম্বাইয়ের কার্ডিনাল ওসওয়াল্ড গ্রাসিয়াস জানিয়েছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেতে দেরি হচ্ছে। ভারতের চার্চের এক জৈষ্ঠ্য কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভারত সরকার ভ্যাটিকানকে পছন্দসই তারিখ দিতে না পারার কারণে সফর বিলম্বিত হতে পারে।
ওই ক্যাথলিক মুখপত্র জানতে সক্ষম হয়েছে, পোপ ফ্রান্সিসের মুক্ত পঞ্জিকায়, ২৯ নভেম্বর বুধবারের সাপ্তাহিক সাধারণ প্রার্থনা কর্মসূচি বাতিল করার কথা রয়েছে। তারা বলছে, এর সঙ্গে রোম-ঢাকা ১২ ঘণ্টার বিমানযাত্রা যোগ করলে সম্ভাব্য সফরের সময় অনুমান করা যায়।
বাংলাদেশ থেকে কার্ডিনাল নির্বাচিত হওয়া প্যাট্রিক ডি রোজারিও ক্রাক্সকে বলেছেন, চলতি বছরের মে মাস থেকে পোপের বাংলাদেশ সফরের প্রস্তুতি চলছে। এরই ধারাবাহিকতায় আগস্টের তৃতীয় সপ্তাহে ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। ওই প্রতিনিধি দল পোপের সফরের দিনক্ষণ ঠিক করবে।
এর আগে বাংলাদেশে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরিও পোপের বাংলাদেশ সফরের বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। জন পল (টু) প্রথম পোপ হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন। ফ্রান্সিসের সফরের খবর সত্যি হলে তিনি হবেন ৩১ বছরের ব্যবধানে বাংলাদেশ সফরকারী দ্বিতীয় পোপ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন