তদন্তের মুখে মিয়ানমারের অর্থমন্ত্রীর পদত্যাগ
দুর্নীতির অভিযোগের পরপরই মিয়ানমারের অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন। শনিবার সরকারি এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এর কয়েক সপ্তাহ আগে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা হয়েছিল।
মিয়ানমারের রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় সংবাদপত্রে প্রকাশিত একটি বিবৃতি ছাড়া আর কোনও কারণ ছাড়াই কায়ও উইনকে পদত্যাগ করার অনুমতি দেয়া হয়।
দেশটির দুনীর্তি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে একটি অভিযোগ উত্থাপন করে উইন ও তার ছেলে ক্ষমতার অপব্যবহার করেছে। খবর আনাদলু এজেন্সি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন