তাকে থামানো কার সাধ্য, তিনি গতির দানব বোল্ট
তিনি গতির দানব উসাইন। তাকে থামানো কার সাধ্য। জ্যামাইকান এই তারকার সাফল্য যেন চলমান। তারই ধারাবাহিকতায় মোনাকোতে ডায়মন্ড লিগ জিতেছেন আটটি অলিম্পিক সোনার পদক জয়ী গতির তারকা।
১০০ মিটার দৌড়ে ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে আমেরিকার আইসিয়া ইয়ংকে (৯.৯৮) পেছনে ফেলেন বোল্ট।
আগামী আসরে লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে অংশ নিচ্ছেন না জ্যামাইকান এই তারকা। তবে অবসর নেয়ার আগে আগস্টে লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার এ ৪*১০০ মিটার রিলেতে দৌড়াবেন বোল্ট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন