তাজমহলে প্রবেশে ১ এপ্রিল থেকে নতুন নিয়ম
ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল পরিদর্শনে পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মে তিন ঘণ্টার বেশি কোনো পর্যটক তাজমহলের ভেতরে থাকতে পারবেনা। নিয়মটি চালু হবে ১লা এপ্রিল থেকেই।
কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যদি কেউ তিন ঘণ্টার বেশী থাকতে চায় তাহলেও ব্যবস্থা রয়েছে। এজন্য তাকে অতিরিক্ত টাকা গুনতে হবে। তবে অতিরিক্ত টাকা দিয়েও এটি বন্ধ হওয়ার পরে থাকা যাবে না।
অনলাইনে যারা আগের থেকে টিকিট কাটবেন তাজমহলে প্রবেশের সময় তাদের টিকিটের গায়েও সময় লিখিয়ে নিতে হবে।
এ বিষয়ে আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট ভুবন বিক্রম সিং জানিয়েছেন, পর্যটকদের প্রবেশ টিকিটেই সময়ের উল্লেখ থাকবে। সেই নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে তাজমহল চত্বর থেকে বেরিয়ে আসতে হবে।
তাজমহল পরিদর্শনের জন্য এখন ভারতীয়দের ৪০ রুপি এবং বিদেশি নাগরিকদের ১ হাজার রুপির টিকিট কাটতে হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন