তাপমাত্রা কিছুটা বেড়ে ১৮/১৯ এপ্রিল থেকে কমতে পারে

কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। কিন্তু রোববারও (১৬ এপ্রিল) সুসংবাদ মেলেনি আবহাওয়া অফিস থেকে। বরং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এদিন সকাল ৯টায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এছাড়া দেশের বাকি অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটা পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। যদিও পরবর্তী ৩ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয়।

এদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছেন, বর্তমানে বয়ে যাওয়া তাপমাত্রা আগামী কয়েকদিন কিছুটা বাড়তে পারে। আগামী মঙ্গলবার (১৮ এপ্রিল) অথবা বুধবার (১৯ এপ্রিল) থেকে তাপমাত্রা কমা শুরু হতে পারে।

শনিবার (১৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৫৮ বছরে সবচেয়ে বেশি।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি অনুসারে, রোববার পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।