তামিমের পর দ্রুত সাজঘরে ইমরুল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/imrul-20170904111629.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢাকা টেস্টের দুই ইনিংসেই ছিলেন ব্যর্থ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আবারও ব্যর্থ ইমরুল। তামিমের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরে গেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। আউট হওয়ার আগে ইমরুল করেন ৪ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৬ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মুমিনুল হক। সৌম্য সরকার ১৩ রান নিয়ে ব্যাট করছেন।
আগে থেকেই বলা হচ্ছিল স্পিনারদের স্বর্গ হবে চট্টগ্রামের উইকেট। তার প্রমাণ হয়তো প্রথমেই জানান দিচ্ছেন অজী স্পিনার ন্যাথান লিয়ন। একে একে দু’জন টপ অর্ডার ব্যাটসম্যানকে দুই অংকের রানের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে ফিরিয়েছেন এই ডানহাতি অফ স্পিনার। ব্যক্তিগত পঞ্চম ওভারের প্রথম বলেই তামিমের উইকেটটি তুলে নেন। আর নিজের সপ্তম ওভারে তুলে নেন ইমরুল কায়েসকে। দুজনকে এলবিডাব্লিউ এর ফাঁদে ফেলেন এই অভিজ্ঞ স্পিনার।
টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের সপ্তম ওভারে কামিন্সের বলে থার্ড স্লিপে দাঁড়ানো ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ তুলে দেন তামিম। যেটি মিস করেন ম্যাক্সওয়েল। তারপর ধারণা করা হচ্ছিল , তামিম তার নতুন জীবন কাজে লাগাবে। কিন্তু ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।
তামিমের পরিবর্তে উইকেটে আসেন ইমরুল কায়েস। ঢাকা টেস্টের দুই ইনিংস মিলিয়ে দুই রান করা ইমরুল চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ। মাত্র ৪ রান করেই পরেন লিয়নের এলবিডাব্লিউ এর ফাঁদে। যদিও আলিম দাড় প্রথেম আউট না দিলেও। পরে অসি দলপতি স্মিথ রিভিউ নেন। আর রিভিউতে দেখা যায় ইমরুল আউট হয়েছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, ন্যাথান লিওন, স্টিভেন ও’কিফ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন