তামিম ইকবালের অধিনায়ক আফ্রিদি
আগামীকাল ৩১ মে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ।
গত বছর হ্যারিকেনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া কয়েকটি ক্যারিবীয় স্টেডিয়ামের সংস্কারকাজে তহবিল সংগ্রহের জন্য এই প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে।
আইসিসির এই প্রীতি ম্যাচে খেলবেন বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল। খেলার কথা ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। কিন্তু ব্যক্তিতগত কারণে তিনি খেলছেন না।
বিশ্ব একাদশের হয়ে খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। যদিও তিনি বিশ্ব একাদশ ঘোষণার পর ইনজুরির কারণে না খেলার কথা বলে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
তবে মানবিক দিক বিবেচনা করে ইনজুরি নিয়েই খেলছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
আইসিসির এই প্রীতি ম্যাচে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন শহীদ আফ্রিদি।
বিশ্ব একাদশ দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক,) তামিম ইকবাল, দিনেশ কার্তিক, মিচেল ম্যাকক্লেনগান, থিসেরা প্যারেরা, রশিদ খান, লুক রনকি, শোয়েব মালিক, সন্দীপ লামচিনি, আদিল রশিদ, মোহাম্মদ সামি, সেম বিলিংস, সেম কার্ন ও টাইমল মিলস।
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রিস গেইল, কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বাদ্রি, মারলন স্যামুয়েলস, কেসরিক উইলিয়াস, রায়াদ অম্রিত, আন্দ্রে ফেলেচার, ইভিন লুইস, অ্যাসলে নার্স, কিমো পাউল ও রোভন পাওয়েল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন