তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/6-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনও তৈরি করতে পারিনি। যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
রবিবার (৫ জানুয়ারি) বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আশা করেন, তারেক রহমান শিগগিরই ফিরবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান কবর দেওয়া যায় না।’ সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধনের কথা উল্লেখ করেন তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন বিলম্ব করার যেকোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং, দ্রুত নির্বাচন জরুরি। নতুন দলকে স্বাগতম জানানো হবে, তবে সেটা যেন কিংস পার্টি না হয়। তারা যেন সুষ্ঠু ধারায় রাজনীতি করে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন