তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক, কুরুচিপূর্ণ ও কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে নওগাঁর মান্দা উপজেলার বি এন পির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বুধবার (১৬ জুলাই) বেলা ১২ টার সময় বিএনপির নেতাকর্মীরা দলে দলে যোগ দেন এই কর্মসূচিতে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্র বি এন পির বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন। মিছিলটি মান্দা উপজেলার বি এন পির দলীয় কার্য্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে মান্দা উপজেলার চৌরাস্তার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মান্দা উপজেলার বি এন পির নব গঠিত সাধারণ সম্পাদক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।

আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব। বিক্ষোভ মিছিলের পরে সমাপনী বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন বলেন, বিএনপি একটি সমুদ্রের মতো বড় দল। এখানে এক-দুজন কর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে গোটা দলকে দোষারোপ করা অনুচিত।

তিনি আরও বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে।

উক্ত অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোকলেছুর রহমান মকে, সিনিয়র যুন্গ আহবায়ক এ কে এম নাজমুল হক নাজু, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, এডভোকেট বিশ্বজিৎ কুমার সরকার, বিএনপি নেতা বেলাল হোসেন খান, শামসুল ইসলাম বাদল ও জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামিলা আক্তার ফেন্সি সহ প্রমুখ।