তাসের ঘরের মতো যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে সরকার : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘সরকারের মূল ভিত্তি হলো জনগণ। ৭ জানুয়ারি জনগণ ভোট বর্জন করে প্রামাণ করেছে তারা সরকারের সঙ্গে নেই। যেহেতু সরকারের সঙ্গে জনগণ নেই, তাই যেকোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়বে সরকার।’
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নব্য বাংলাদেশ মূলোৎপাটনে শহীদ জিয়ার রাষ্ট্রদর্শন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিটার্স অ্যাসোসিয়েশন। আয়োজক সংগঠনের সভাপতি ড. এবিএম ওবায়দুল ইসলাম সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
মঈন খান বলেন, ‘মানুষের ঐক্য ও ন্যায়ের শক্তির কাছে বন্দুকের শক্তি টিকতে পারে না। সুতরাং সরকারকে বলব, গণতন্ত্রের পথে এসে অংশগ্রহণমূলক নির্বাচন দিন। নাহলে পরিণতি ভালো হবে না। গুলি, বন্দুক ও টিয়ারগ্যাস দিয়ে মানুষকে পরাভূত করা যাবে, কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। গত ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়নি, যা বিশ্বের সকল গণমাধ্যমে বলা হয়েছে। তবুও সরকার বুঝতে পারছে না যে, তাসের ঘরের মতো তারা কখন ধসে যাবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে না। তারা একটি দলের সরকার এবং লগি-বৈঠার রাজনীতি করে। তারা দেশের সকল প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রেখেছে। তারা সংবিধানের কথা বলে প্রতারণা করে যাচ্ছে। উন্নয়ন দিয়ে জনগণের মন ভুলিয়ে রাখা যায় না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন