তাহসান – শ্রাবন্তীকে দেখতে যা করতে হবে
আসছে ৮ মার্চ নারী দিবসে ছবিটি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তাহসান খান ও কলকাতার শ্রাবন্তী অভিনীত চলচ্চিত্র ‘যদি একদিন’। ছবিটির প্রিমিয়ার দেখার সুযোগ করে দিচ্ছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।
‘যদি একদিন’ ছবির অফিসিয়াল ফেসবুক পেজে সেই ঘোষণা দেয়া হয়েছে। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, আজই ‘যদি একদিন’ মুভির ‘আমি পারবো না তোমার হতে’ গানটি নিজ গলায় গেয়ে ভিডিও করে পাঠিয়ে দিন এই মেইল এড্রেস এ: [email protected]।
নিয়মাবলী:
১. গানটি নিজের গলায় গেয়ে ভিডিও করতে হবে।
২. আপনার করা ভিডিওটি আমাদের দেয়া মেইল এড্রেস-এ ([email protected]) পাঠাতে হবেl ভিডিওর সাথে আপনার নাম, মোবাইল নং, ঠিকানা পাঠাতে হবে।
৩. আপনার পাঠানো ভিডিওটি আরটিভি মিউজিক চ্যানেল-এ (YouTube.com/RtvMusic) আপলোড করা হবে এবং আপনাকে আপনার ভিডিওর লিংকটি পাঠিয়ে দেয়া হবে।
৪. সর্বোচ্চ ভিউ এর ভিত্তিতে তিনজন বিজয়ী ঘোষণা করা হবে।
৫. ১ম বিজয়ী পাচ্ছেন ২টি প্রিমিয়ার টিকিট এবং ২য়, ৩য় বিজয়ী পাচ্ছেন ১টি করে প্রিমিয়ার টিকিট।
৬. ভিডিও পাঠানোর শেষ তারিখ আগামী ৫ মার্চ ২০১৯।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। তাহসান-শ্রাবন্তী ছাড়া আরও অভিনয় করেছেন সাবেরী আলম, তাসকিন, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন