তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
দিনাজপুর, মাগুরা ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। সোমবার ভোর ৫টার দিকে দিনাজপুরের কাউগা মোড়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন দুই মোটরসাইকেল আরোহী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। পথে ফুলবাড়িগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। নিহতরা হলেন দিনাজপুর সদরের বনতাড়া এলাকার আমিজ আলী ও চিরিরবন্দরের আমতলী এলাকার আব্দুস সামাদ। তাদের মরদেহ রাখা হয়েছে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন। এদিকে নওগাঁয় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন