তিস্তা নদীর সেচ ক্যানেলে ধরা পড়েছে ৪৬ কেজি ওজনের বিশাল বাঘাইড়
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর সেচ ক্যানেল থেকে ধরা পড়েছে ৪৬ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ।
তিস্তা পাড়ের জেলে আলম মিয়া। গত বন্যায় তিস্তা নদীতে বাড়ি ঘর হারিয়ে বাঁধের সেচ ক্যানেলের পাশে আশ্রয় নিয়েছিল সে। প্রতিদিন নদীতে মাছ ধরে সংসার চলত তার।
বৃহস্পতিবার সকালে তিস্তা বাঁধ এলাকায় তার পেতে রাখা জালে ৪৬ কেজির বিশাল বাঘা আইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি ৩৯ হাজার টাকায় বিক্রি হয়।
মাছটি বিক্রির জন্য স্থানীয় দোয়ানি সাধুরবাজারে নিয়ে এলে বাজারে মাছটি দেখার জন্য উৎসুখ মানুষের ভিড় জমে যায়।
মাছ কিনতে আসা লালমনিরহাটের আনসার কমান্ডার আব্দুল খালেক গণমাধ্যমকে বলেন, তিস্তায় বিশাল মাছ ধরা পড়ার কথা শুনে বাঘাইড় মাছটি কিনতে এসেছি। ৪৬ কেজি ওজনের মাছটি ৩৯ হাজার টাকায় কিনেছি। মাছটি নিয়ে লালমনিরহাট শহরে যাচ্ছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন