তুমি তো সে || আজহারুল ইসলাম ফরহাদ

তুমি তো সে
আজহারুল ইসলাম ফরহাদ


তুমি তো সে-
যাকে প্রথম দেখায় ভালোবেসেছি;দেখে মায়াবী আঁখি
যাকে এক নজর না দেখলে আমার দিন যেন কাটে না
যাকে এক নজর দেখার জন্য দিতাম রোজ ক্লাস ফাঁকি।

তুমি তো সে-
যার রুপের চমকে আমি হই পাগলপারা
যার হাত ধরে হাঁটতাম; দেখতাম তারা।

তুমি তো সে-
যাকে আমি আমার হৃদয়ে দিয়েছিলাম স্থান

তুমি তো সে-
যে আমার ভালোবাসার হৃদয় নিয়ে করেছো খেলা
আমি ভালোবেসে-ই যাবো ; যত করো অবহেলা।

তুমি তো সে-
যাকে কেবল প্রেমিকা নই; ভাবি আমার প্রাণ!