তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা
ঢাকা সফররত তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত আছেন- দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তুরস্কের প্রতিনিধিদলে রয়েছেন- ঢাকায় নিযুক্ত তুরস্কের ডেপুটি রাষ্ট্রদূত মারভি অজলিক, ঢাকা সফরত রফিক কোরকুসুজ, কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট এবং রাসিম আয়তিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন