তৃতীয় শ্রেণির ছাত্রী ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা, ধর্ষক আটক
কুষ্টিয়ার মিরপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় ওসমান আলী ওরফে হামার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ এপ্রিল) গভীর রাতে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ডাবুলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হামার নওগাঁর পত্নীতলা উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত নছিমদ্দিনের ছেলে।
জানা গেছে, এ ঘটনাটি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আশ্রয়ন প্রকল্পের ১ নং ব্যারাকে ঘটেছে। ধর্ষক ও ওই শিশুর পরিবার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ছিলেন।
এ ঘটনায় ১ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে হামারকে একমাত্র আসামি করে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত হামার গা-ঢাকা দিয়েছিল।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রী ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা : কুষ্টিয়া মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা!
ওই ছাত্রীর মা জানান, হঠাৎ করে কিছুদিন যাবত মেয়ের পেট ফুলে যেতে দেখে সোমবার (১ এপ্রিল) কুষ্টিয়া হাসপাতালে ডাক্তার দেখাতে যায়। আমরা প্রথমে সন্দেহ করেছিলাম মেয়ের কিডনির সমস্যা এই জন্য তার পেট ফুলে গেছে। ডাক্তার আমার মেয়েকে আল্ট্রাসনোগ্রাফি করতে বলে। আমি মিরপুর সাদ আলী ডায়াগনস্টিক সেন্টারে মেয়ের আল্ট্রাসনোগ্রাফি করায়। সেখান থেকে জানতে পারি আমার মেয়ে ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
পরবর্তীতে মেয়ের কাছে জানতে চাইলে সে জানায় খন্দক বাড়ীয়া আশ্রয়ণ প্রকল্প-২ এর নসিব উদ্দিনের ছেলে দুই সন্তানের জনক ওসমান ওরফে হামারা (৫৫) ছয় মাস আগে আমার মেয়ের সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে।
এদিকে খন্দক বাড়িয়া আশ্রয়ণ প্রকল্পে-২ এর ওসমান ওরফে হামারা সন্ধানে গেলে তাকে পাওয়া যায়নি। সেখান থেকে খোঁজ নিয়ে জানা যায় ওসমান ওরফে হামারা দুই সন্তানের জনক। এ খবর জানাজানি হওয়ার পর লম্পট ওসমান ওরফে হামারা খন্দক বাড়িয়া আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে যায়। লম্পট ওসমানের আসল বাড়ি নওগাঁ জেলায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন