তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে আ.লীগ
উন্নয়নশীল দেশে পদার্পণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, পদ্মা সেতু, মেট্রোরেল- উন্নয়নকেই আগামী নির্বাচনে প্রচারের মূল পরিকল্পনা করছে আওয়ামী লীগ। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে দলীয় শৃঙ্খলাসহ নির্বাচনী পরিকল্পনায় তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে ক্ষমতাসীনরা।
একাদশ জাতীয় নির্বাচনে জিতে রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে চায় আওয়ামী লীগ। নিতে চায় নতুন নতুন উন্নয়ন প্রকল্প। সভা-সমাবেশ ছাড়াও প্রতিটি নির্বাচনী কেন্দভিত্তিক কমিটি করে জনগণকে সে বার্তা দেবে তারা। পাশাপাশি জানাবে রাজনৈতিক প্রতিপক্ষের নেতিবাচক কর্মকাণ্ড।
চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো, কোটা সংস্কার- নির্বাচনের বছরে নানা মহলের নানা দাবি। তবে এসব বিষয়ে চাপ নিচ্ছে না আওয়ামী লীগ।
পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনে জিততে সর্বোচ্চ গুরুত্ব থাকবে দলের শৃঙ্খলা রক্ষায়।
দলের নেতারা বলেছেন, গত দুই মেয়াদের উন্নয়ন কর্মকাণ্ডকে ভিত্তি করে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।
চ্যানেল আই’র সৌজন্যে দেখুন একটি ভিডিও রিপোর্ট :
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন