তেঁতুলিয়ায় তিরনইহাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩—২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ মে) সকাল সাড়ে ১১টার সময় ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইনের সভাপতিত্বে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সাবেক ও বর্তমান ইউপি সদস্য বৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিগন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

বাজেট সভায় ইউপি সচিব(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আলোপ্তগীন মুকুল আগামী ২০২৩—২৪ অর্থ বছরের জন্য রাজস্ব আয় ৫০ লাখ ৫৫ হাজার ৪৬৪ টাকা এবং রাজস্ব ব্যয় ৫০ লাখ ৩৫ হাজার ৪৬৪ টাকা, রাজস্ব আয়—ব্যয় থেকে উদ্বৃত্ত ২০ হাজার টাকা অপরদিকে উন্নয়ন আয় ও ব্যয় সমান রেখে ১ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৩৪০ টাকার এই বাজেট উপস্থাপন করেন।

চেয়ারম্যান আলমগীর হোসাইন জানান, এ বাজেটে তিরনইহাট ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন, ক্রীড়া ও সেবামূলক কাজে গুরুত্ব দেওয়া হয়েছে।