ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন বিপ্লব দেব
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিপ্লব কুমার দেব। শনিবার (১৪ মে) দুপুরে রাজ ভবনে গিয়ে তিনি রাজ্যপাল সত্যদেও আর্য নারায়ণের কাছে পদত্যাগপত্র জমা দেন।
দেশটির গণমাধ্যম সূত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, নিজের ইচ্ছায় পদত্যাগ করেননি বিপ্লব। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তিনি রাজ্যপালকে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বিজেপি সূত্রের বরাতে আনন্দবাজার অনলাইন জানিয়েছে, ‘নিজের ইচ্ছায় ইস্তফা দেননি বিপ্লব। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তিনি রাজ্যপালকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বিজেপি পরিষদীয় দলের বৈঠক বসতে চলেছে। মনে করা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই পরের মুখ্যমন্ত্রীর নাম স্থির করে ফেলেছে। পরিষদীয় দল সেই নামেই সিলমোহর দেবে।’
বিপ্লব কুমার ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেন এবং ৯ মার্চ ২০১৮ তারিখে তিনি ত্রিপুরার দশম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।
বিপ্লব কুমার দেব ১৯৭১ সালের ২৫ নভেম্বর ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের রাজধর নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা-মাতা জন্মের পূর্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে চাঁদপুর জেলা থেকে শরণার্থী হিসেবে ভারতে চলে গিয়েছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন