দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে আগুনে নিহত ৩৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/image-11345-1516935249.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দক্ষিণ কোরিয়ায় একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ২৭০ কিলোমিটার দূরে মিরিয়ং শহরের সেজুং হাসপাতালে শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর সিএনএন।
নিহতদের মধ্যে অধিকাংশই হাসপাতালের বয়স্ক রোগী, তারা অন্যজনের সহায়তা ছাড়া হাঁটাচলা করতে পারতেন না। এছাড়া আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। রোগীদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে সরিয়ে অন্যত্র নেয়া হচ্ছে।
মিরিয়ং ফায়ার স্টেশনের প্রধান চৌই ম্যান ওউ সিএনএন’কে বলেন, সেজুং হাসপাতালের প্রথম তলায় জরুরি রুমে প্রথম আগুন লাগে। এরপর আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে জরুরি সভা ডেকেছেন।
এর আগে, গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার জেচিওন শহরের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন