দক্ষিণ বঙ্গের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন
কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের দক্ষিণ গেইটে গোয়ালন্দ থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে দক্ষিণ বঙ্গের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সেই সঙ্গে বন্ধ হয়ে যায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কের যান চলাচল। রোববার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ট্রেন লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভেড়ামারা রেলস্টেশন মাস্টার শামসুল আলম বলেন, গোয়ালন্দ থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস ভেড়ামারা দক্ষিণ রেল গেইটে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।
এতে দক্ষিণ বঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের যানচলাচলও বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন তলব করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেবে বলেও তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন