দলীয় নেত্রীকেই বিয়ের নামে প্রতারণা বিজেপি নেতার
পূবের রাজ্য ত্রিপুরায় নির্বাচনের আগেই ফাঁস হল বিজেপির বড় কেলেঙ্কারি। দলের রাজ্য স্তরের নেত্রীকে বিয়ের নামে প্রতারণার অভিযোগ উঠল দলেরই গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন।
অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন ত্রিপুরার বিজেপি নেতা আইনজীবী বিদ্যুৎ ঘোষ। ২০১৩ বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে পশ্চিম ত্রিপুরার রামনগর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত এই বিজেপি প্রার্থীকে সিপিএমের রতন ঘোষের কাছে পরাস্ত হতে হয়।
৪৪ বছর বয়সী বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১১ সালে লুকিয়ে দলেরই এক রাজ্য স্তরের নেত্রীকে বিয়ে করেন। সমাজ এবং প্রথম পক্ষের স্ত্রীর কাছে সম্পূর্ণ বিষয়টি গোপন রেখেছিলেন। দ্বিতীয় পক্ষের এই স্ত্রীর নাম দীপা দাস। তিনি আবার ত্রিপুরা রাজ্য বিজেপির এসসি মোর্চার সাধারন সম্পাদিকা। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ি রয়েছে অভিযুক্ত বিদ্যুৎ ঘোষের। সেই সকল স্থানে বিভিন্ন সময়ে তাঁরা একসঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন বলে অভিযোগ করেছেন দীপা দেবী। কিন্তু, কখনই সামাজিকভাবে স্ত্রীর স্বীকৃতি মেলেনি। তাঁর কথায়, “আমরা কসবা কালী মন্দিরে বিয়ে করেছিলাম। বিয়ের সময় বিদ্যুৎ ঘোষ আমায় বলেছিল যে ২০১৩ সালে ভোটে জেতার পর আমায় প্রকাশ্যে স্ত্রীর মর্যাদা দেবে।’ কিন্তু তা আর হয়নি।”
এখানেই শেষ নয় বিজেপি নেতানেত্রীর প্রেম কাহিনী কাহিনী। কাহিনীর শুরুটাও বেশ জটিল। জানা গিয়েছে, অভিযোগকারী দীপা দাস পূর্বে বিবাহিতা ছিলেন। তাঁর ডিভোর্সের মামলা লড়েছিলেন বিদ্যুৎ ঘোষ। সেই সময়েই আলাপ হয় বিদ্যুৎ-দীপার। ২০১১ সালের বিয়ের সময় বিদ্যুৎ বাবু বলেছিলেন যে তাঁর পত্নী বিয়োগ হয়েছে। সেই কারণেই তিনি দীপা দেবীকে বিয়ে করছেন। পরে দীপা বিষয়টি জানতে পারলে তাঁকে বোঝানো হয় যে প্রথম স্ত্রী সুতপার সঙ্গে বিদ্যুতের কোনও যোগাযোগ নেই। প্রথম স্ত্রী সুতপা ছেলেকে নিয়ে দিল্লিতে থাকে।
দীপা দেবীর আরও অভিযোগ, ২০১৩ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর দ্বিতীয় বিয়ের বিষয়টি চেপে যেতে থাকেন আইনজীবি বিদ্যুৎ ঘোষ। ত্রিপুরা রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদে আসীন করেন দীপাকে। ২০১৮ বিধানসভা নির্বাচনে জিতলে দ্বিতীয় বিয়ে এবং স্ত্রীর বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসবেন। এই প্রতিশ্রুতি দিয়ে দিপার মুখ বন্ধ করে রেখেছিলেন বিদ্যুৎ। ২০১৮ বিধানসভা নির্বাচনের আশাতেই দিন কাটাচ্ছিলেন দীপা দাস।
কিন্তু, তাল কাটল চলতি মাসের মাঝামাঝি। আচমকা ত্রিপুরা রাজ্য বিজেপির এসসি মোর্চার সাধারন সম্পাদিকার পদ থেকে দীপা দেবীকে সরিয়ে প্রথম স্ত্রী সুতপাকে বসান বিদ্যুৎ ঘোষ। একইসঙ্গে দীপার প্রথম বিয়ের ডিভোর্সের সময় খরপোষ বাবদ পাওয়া লক্ষাধিক টাকা আত্মসাৎ করে বিদ্যুৎ এবং সুতপা। নিজেদের কৃতকর্মের কথা কবুল করে দীপাকে বলে সমগ্র বিষয়টি চেপে যেতে। কারণ ভোটের আগের এই কেলেঙ্কারি ফাঁস হলে টিকিট পাওয়া যাবে না। ভাগ্যক্রমে তা পেলেও কখনই জয় হাসিল হবে না।
রস্তাবে রাজি না হওয়ায় নিজেদের বাড়িতে ডেকে দীপার উপরে চড়াও হয় বিদ্যুৎ ও সুতপা। ওই সময় দীপাকে চিনতেও অস্বীকার করেন বিদ্যুৎ। সেই সঙ্গে বাইরে মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ করেছেন দীপা। বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক শোষণ ও নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেছেন দীপা দাস। একইসঙ্গে সুতপা সহ তাদের এক সাগরেদের বিরুদ্ধে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগও দায়ের করেছেন তিনি। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার পুলিশ।-কলকাতা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন