দল চায় সমতা- তবে যে কারণে না খেলতে পারেন গেইল!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জয় পায় ইংলিশরা।
তবে বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এখন তৃতীয় ওয়ানডের দিকে নজর দুই দলের। ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ সিরিজে সমতা আনা, আর ইংল্যান্ড চায় ব্যবধানটা আরেকটু বাড়িয়ে নিতে। রবিবার ব্রিস্টলে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
জয়কে প্রধান লক্ষ্য করেছে ক্যারিবীয়রা। এমনই সুর ওয়েস্ট ইন্ডিজের মিডল-অর্ডার ব্যাটসম্যান জেসন মোহাম্মদের, ‘সিরিজে আমরা পিছিয়ে রয়েছি। এখন সিরিজে সমতা আনতে হবে। এজন্য আমরা প্রস্তুত। ভালো ক্রিকেট খেলে সিরিজে সমতা আনতে চাই আমরা। আমাদের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে। যাতে প্রথম ব্যাট করলে ইংল্যান্ডকে চাপে ফেলতে পারি। অথবা পরে ব্যাট করলে টার্গেট টপকানো যায়। পাশাপাশি বোলারদেরও ভালো বোলিং করতে হবে। ‘
অন্যদিকে সিরিজের ব্যবধান দ্বিগুণ করতে চায় স্বাগতিক ইংল্যান্ড। ওপেনার অ্যালেক্স হেলস বলেন, ‘ব্রিস্টলের তৃতীয় ম্যাচ আমরা জিততে চাই এবং সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে চাই। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং, এই ৩ বিভাগে ভালো করতে পারলে জয় সম্ভব। আমরা ৩ বিভাগেই আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছি। ম্যাচ জিততে হলে ২২ গজের লড়াইয়ে ভালো করা জরুরি। সেটি করার জন্য আমরা সবাই প্রস্তুত। ‘
এদিকে ‘ব্যাটিং দানব’ ক্রিস গেইলের ইনজুরি নিয়ে দুশ্চিন্তা আছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। দ্বিতীয় ওয়ানডের আগে ওয়ার্ম-আপে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেননি তিনি। তৃতীয় ওয়ানডেতেও গেইলের খেলা নিয়ে সংশয় আছে। তাই তৃতীয় ম্যাচে না খেলতে পারেন ক্রিজ গেইল! প্রথম ম্যাচ হেরে অবশ্য ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারিয়েছে ক্যারিবীয়রা। এখন তাদের তৃতীয় সারির দলগুলোর সঙ্গে বাছাইপর্বে খেলতে হবে।
ইংল্যান্ড দল: এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, জস বাটলার, টম কুরান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস।
ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), জেসন মোহাম্মদ, সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, মিগুইল কামিন্স, ক্রিস গেইল, কাইল হোপ, সাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, অ্যাসলে নার্স, রোভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস ও জেরম টেইলর ও কেসরিক উইলিয়ামস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন