দাওয়াত খেতে তামিম ইকবালের বাসায় টাইগাররা

ঈদুল আজহা উপলক্ষে তামিম ইকবালের বাসায় সাকিবদের দাওয়াত খাবেন সাকিব-মুশফিকরা। এটা আগে থেকে ঠিক করা ছিল। কিন্তু ক্রিকেটাররা দুই ভাগে চট্টগ্রামে আসায় আয়োজনটা কখন হবে সেটা নির্ধারণ করা যায়নি। শেষমেশ ঈদের দিন রাত ১০টার দিকে তামিমের বাসায় হাজির হন চট্টগ্রামে টেস্টের সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা।

ঈদের দিন খানিকটা অনুশীলন সেরে সন্ধ্যায় তামিমের কাজীর দেউড়ির বাসায় যান প্রথম ধাপে চট্টগ্রামে আসা ছয় ক্রিকেটার-নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মুমিনুল হক। সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও। তামিম এবং তার চাচা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান তাদের অভ্যর্থনা জানান। এরপর ঢাকায় ঈদ শেষে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং তাইজুল ইসলামসহ আট ক্রিকেটার চট্টগ্রামে পৌঁছালেন রাত ৯.৩০টায়। টিম হোটেলে ব্যাগ রেখে ১০টার দিকে তারাও ছুটে যান তামিমের বাসায়। সবাই মিলে সময়টা দারুণভাবে উপভোগ করেছেন। সতীর্থদের মেহমানদারি করেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। খাওয়া-দাওয়ার পর বেশ আড্ডা হয়।

এদিকে ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে প্রায় সাড়ে তিনদিনে পরাজিত করার পর মুশফিক বাহিনীর মনে ‘বাংলাওয়াশের’ স্বপ্ন। সিরিজের দ্বিতীয় টেস্টে হারাতে পারলেই সেই স্বপ্ন পূরণ হবে টাইগারদের।

উল্লেখ্য, প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ৪ থেকে ৮ আগস্ট চট্টগ্রামে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।