দাদার দায়ের কোপে নাতির মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/satkhira-mardar-20170527093557.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দাদার দায়ের কোপে প্রাণ গেলা আট বছরের শিশু সম্রাটের। ঘাতক দাদাকে মানসিক ভারসম্যহীন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। তবে পুলিশ বলছে তার স্বাস্থ্য পরীক্ষারপর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
শুক্রবার (২৬ মে) রাত ১০টার দিকে সতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়ানের বকচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সম্রাট আগরদাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মজনু মালীর ছেলে। এ ঘটনায় দাদা ইসরাইল মালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ হত্যার বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে বলেন, নিহতের দাদা এশার নামাজ পড়ে এসে দেখে সে দাঁড়িয়ে আছে। দাদা তাকে কাছে ডেকে ধারালো দা দিয়ে মাথায় কয়েকটি কোপ মারে। পরে স্থানীয়রা সম্রাটকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত্যু ঘোষণা করেন। দাদা ইসরাইল মালী সেখানে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন