দাম বৃদ্ধিতে বিপাকে যশোরের মনিরামপুরের গ্যাস ব্যাবহারকারিরা
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এলপি গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে ব্যাবহারকারিরা চরম বিপাকে পড়েছে।
গ্যাস ব্যবহারকারিরা বলছেন- দফায় দফায় দাম বাড়ছে গ্যাসের। এতে আমরা চরম বিপাকে রয়েছি।
এদিকে রাজগঞ্জ এলাকার নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলছেন- সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরত কর্তৃপক্ষের সঠিক নজরদারি না থাকার কারণে দফায় দফায় এলপি গ্যাসের দাম বাড়ছে। ফলে চরম ভোগান্তিতে গ্যাস ব্যবহারকারিরা।
রাজগঞ্জ বাজারের গ্যাস ব্যবসায়ীরা জানান- সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম বাড়তে বাড়তে বর্তমান ১২০০ টাকায় দাড়িয়েছে। গ্যাসের দাম বাড়ার কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান। কারণ লাভ সীমিত হলেও পূর্বের তুলনায় বিনিয়োগ বেশি করতে হচ্ছে। তারপরও বিক্রি আগের তুলনায় অনেক কম।
রাজগঞ্জ এলাকার গ্যাস ব্যবহারকারি ও ক্রেতা গোলাম মোস্তফা জামাল, আবুল হাসান, ইয়াছিন আলম, লুৎফর রহমানসহ অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা বলে এ দেশের প্রাইভেট গ্যাস কোম্পানিগুলো তাদের খেয়াল খুশিমত দাম বাড়াচ্ছে। সরকারের নজরদারি না থাকার কারণে গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে আর সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাচ্ছে।
এদিকে গ্যাসের দাম বৃদ্ধির সাথে সাথে জ্বালানী কাঠের দামও বাড়ছে। গ্যাসের দাম বাড়ার কারণে গ্যাস ব্যবহারকারীরা গ্যাসের ব্যবহার কমিয়ে দিয়ে কাঠে রান্নায় আগ্রহী হলেও সেখানে দেখা দেয় বিপত্তি। কাঠ ব্যবসায়ীরাও সুযোগ বুঝে অধিক দামে কাঠ বিক্রি শুরু করেছে।
সব মিলিয়ে চরম বিপাকে রাজগঞ্জ এলাকার সাধারণ মানুষ। এগুলোর যৌক্তিক দাম ও নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন