দিনাজপুরের বীরগঞ্জে নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে সোমবার (১৯ জুন) দুপুর ১২টায় উপজেলার গোলাপগঞ্জ উচচ বিদ্যালয় মার্কেটের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায়, বীরগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, অভিভাবক রুবেল ইসলাম, মহেন্দ্রনাথ রায়, ওয়াসিম আকরাম প্রমুখ। মানবন্ধনে বক্তাগন বলেন, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় স্বনামধন্য বিদ্যালয়।

এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ বানিজ্যের নীলনক্সা তৈরী করা হয়েছে। অবৈধ পন্থায় ৩০ লক্ষ টাকার বিনিময়ে মহেন্দ্রনাথ রায় নামে একজনকে নিয়োগ দেওয়ার পায়তারা শুরু করেছে নিয়োগ কমিটি। আমরা এই অবৈধভাবে নিয়োগের প্রক্রিয়া তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এবং এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ দাবি জানাই। যদি বন্ধ না হয় তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী প্রদান করেন বক্তারা।