দিনাজপুরে ইউএনও-এসিল্যান্ডের অপসারণের দাবিতে মানববন্ধন
দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় সরকারি খাস জমি ইজারায় দুর্নীতি এবং সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আদেশ অমান্য করে পুকুর খননের অনাপত্তি পত্র প্রদান না করায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর অপসরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কাহারোল উপজেলার আমতলা মোড় বাজারে সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাসুয়া মৎস্যজীবী সমবায় সমিতি লি.-এর সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল মতিন, আতাউর রহমান, সুকুমার রায়, লিটু রায়, আফসার আলী, হোসেন আলী, তারা মিয়া, জাকির হোসেন প্রমুখ।
বক্তরা উপজেলায় সরকারি খাস জলাশয় ইজারায় দুর্নীতিমুক্ত করণ, গরীব মৎসজীবীদের খাস জলাশয় খনন চালু করে মাছ চাষে উপযোগী করণ এবং ইউএনও ও এসিল্যান্ড এর দ্রুত অপসারণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী গ্রহন করার হুশিয়ারী দিয়ে উল্লেখিত বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন